উত্তরঃ এপ্লিকেশনটি ব্যবহারের জন্য আপনি সহজেই প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে। মোবাইল এপ্লিকেলশনটি শুধুমাত্র এন্ড্রয়েড মোবাইল ফোনে কাজ করবে। যদি এন্ড্রয়েড ভার্সন 4.4 বা তার উপরে হয়, তাহলে NVAC এপ্লিকেশনটি সূচারুরূপে কাজ করবে। গুগল প্লে স্টোর লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.mpower.nvac
উত্তরঃ NVAC ই-লার্নিং এপ্লিকেশনটিতে প্রশিক্ষণ করার জন্য আপনাকে সবার প্রথমে একটি এপ্লিকেশন আইডি খুলতে হবে। সাইন আপ বাটনে যেয়ে মোবাইল নাম্বার ও OTP নাম্বার দিয়ে এপ্লিকেশনে রেজিষ্ট্রেশনের ফর্ম এ যেতে হবে| এরপর প্রয়োজনীয় সব তথ্য পূরণের পর খুলে যাবে আপনার এপ্লিকেশন আইডি। এইসময় অবশ্যই মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার আপনি আপনার রেজিষ্ট্রেশনকৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে এপ্লিকেশনটিতে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় প্রশিক্ষনে অংশগ্রহণ করতে পারবেন।
উত্তরঃ না। প্রথমবার যখন লগইন করবেন, তখন অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। একবার সাইনআপ করে কোর্সে নিবন্ধনের পর সকল লেকচার ডাউনলোড করে নিলেই, নিয়মিত ক্লাসের জন্য আর ইন্টারনেট সংযোগ লাগবেনা। তবে আপনার পরীক্ষার ফলাফল ও অন্যান্য এপ্লিকেশন বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য মাঝে মাঝে ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে।
উত্তরঃ আপনি কোর্সটি সম্পন্ন করার জন্য কোর্সের সকল ক্লাস ও টেস্ট সফলভাবে সম্পন্ন করতে হবে। আপনি আগের ক্লাস ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন না করে পরবর্তী ক্লাসে যেতে পারবেননা। পরীক্ষা পরপর তিনবার পাশ না করলে, ক্লাস পুনরায় শেষ করে আবার পরীক্ষা দিতে হবে। সকল ক্লাস ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে একটি ব্যাজ ও সার্টিফিকেট প্রদান করা হবে।
উত্তরঃ NVAC ই-লার্নিং এপ্লিকেশনটিতে লগইন করার পর 'Contact Info' নাম একটি বাটন দেখতে পাবেন। এই বাটনে ট্যাপ করলে চলে যাবেন আপনার কাঙ্খিত স্থানে। এইখানে আপনি যোগাযোগের জন্য প্রয়োজনীয় মোবাইল নাম্বার ও ই-মেইল এড্রেস পাবেন।