জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ই-লার্নিং কোর্সে আপনাকে স্বাগতম! দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন ও ক্যাম্পেইন কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় পুষ্টিসেবা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের ম্যানেজমেন্ট গাইডলাইনের উপর ভিত্তি করে এই ই-লার্নিং কোর্সটি তৈরী করা হয়েছে। এই ডিজিটাল কোর্সটি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম-এর সাথে সম্পৃক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারী ও তাদের তত্ত্বাবধায়ক, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের সাথে যুক্ত সকল স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপক, সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপক, জাতীয় ও আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত কর্মকর্তাগণ তাদের নিজেস্ব স্মার্ট ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের সুবিধার জন্য সম্পূর্ণ কোর্সটিকে বেশ কিছু চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং প্রতিটি চ্যাপ্টারের শেষ রয়েছে সংশ্লিষ্ট চ্যাপ্টারের উপর সহজ কিছু কুইজ যার উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাই করা, পাশাপাশি যেসকল প্রশিক্ষণার্থী এই কোর্সটি সফলভাবে শেষ করবেন তাদেরকে এই ডিজিটাল প্লার্টফর্মের মাধ্যমে জাতীয় পুষ্টিসেবা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
